রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয় ৩১অক্টোবর৷ ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিবসের সূচনা করেছিলেন। বিপ্লবী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য এই দিনের সূচনা করা হয়। প্রতি বছর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। এই রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি ফন্টিয়ার হেড কোয়াটার এবং রানিডাঙ্গা এসএসবি সেক্টর হেড কোয়াটার এর পক্ষ থেকে আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং এই দিনের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়৷ শনিবার রাষ্ট্রীয় ঐকতা দিবসকে সামনে রেখে রানিডাঙ্গা এসএসসবি ক্যাম্প থেকে একটি সাইকেল রেলি বের করা হয়৷ এদিন র্যালিটি রানিডাঙ্গা এসএসবি ক্যাম্প থেকে শুরু হয়ে বাগডোগরা পর্যন্ত চলে৷
Related Posts
“আমি তোমাদেরই” টক টু মেয়র অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব
দিন এগোচ্ছে,কমছে ফোনের সংখ্যা। হয়তো মানুষের সমস্যার সমাধান করতে পারছেন তারা, সেই জন্যই ফোনে অভিযোগের সংখ্যা কমছে। শনিবারের টক টু মেয়র কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। প্রায় ৩০ থেকে ৩৫ টি, বা তার অধিক ফোন তিনি নিয়েছেন…
কালী পুজোর রাত শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারে
কালী পুজোর রাত কাটতে না কাটতেই শোকের ছায়া নেমে এলো কর্মকার পরিবারের মধ্যে।জানাযায় পুজোর রাতে সাইকেলে করে বাড়ি আসার পথে ড্রেনে পড়ে মৃত্যু হল বছর ৩৫ এর এক যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব খাগড়াবাড়ি শিবযজ্ঞর দোলাপাড়া এলাকায়। জানা যায়…
Visit the nearest theater to watch ‘Bijoyar Pore’
The critically acclaimed Bengali film ‘Bijoyar Pore’, has won awards at Kolkata and Dhaka International Film Festival, has been released in theaters on January 12, featuring renowned actors Swastika Mukherjee, Mir Afsar Ali, Mamata Shankar, Dipankar Dey, Bidipta Chakraborty, and…