চলতে থাকা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজীব

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কোর্টে ভর্ৎসিত হয়েছে নির্বাচন কমিশন। সরাসরি নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে উদ্দেশ্য করে বড় মন্তব্য করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আদালতের কড়া নির্দেশের পর এবার কমিশনার রাজীব সিনহা বললেন, ‘‘হাই কোর্টের নির্দেশ এখনও আমরা কাছে এসেছে পৌঁছায়নি। আমি সেটার জন্যই অপেক্ষা করছিলাম। আগে নির্দেশ আসুক। তার পর তা ভাল করে পড়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলা উঠলে গত ১৩ জুন রাজ্যের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী আনার কথা নির্বাচন কমিশনকে বিবেচনা করে দেখতে বলে আদালত। ভোটের আগে ১৫ দিনে ৮ মৃত্যু, তাও বাহিনীতে অনীহা কমিশনের! কেন এহেন আচরণ, এই নিয়ে প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশনার ও কমিশন। অন্যদিকে, প্রধান বিচারপতির রোষের মুখে পড়েন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।