লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতাও তুঙ্গে৷ আসন্ন ভোটকে লক্ষ্য করেই বড় ঘোষণা রাজস্থান সরকারের তরফে। কর্নাটকের দেখানো পথে হেঁটেই এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন।
মুখ্যমন্ত্রী গেহলট জানান, ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ খরচ হলে, তার জন্য কোনও বিল দিতে হবে না রাজ্যের সাধারণ মানুষকে। অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ পাওয়া যাবে। এর পরের ১০০ ইউনিটের জন্যও দাম নির্ধারিত করে দিয়েছে রাজ্য সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই ঘোষণা কংগ্রেসকে ভালো জায়গায় রাখবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
এই বছরই রয়েছে রাজস্থানে বিধানসভা নির্বাচন। এর আগে গত ডিসেম্বর মাসে অশোক গেহলট রান্নার গ্যাসের উপরে ভর্তুকি ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বছরে ১২টি এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে গৃহস্থদের ৫০০ টাকা দিতে হবে মাত্র, যা সিলিন্ডার পিছু এলপিজি গ্যাসের দামের অর্ধেকেরও কম।