রাজ্য জুড়ে আবার বৃষ্টির পূর্বাভাস

অপেক্ষার অবসান ঘটিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছিলো রাজ্যে। বেশ ভালোরকম ভাবেই শীতের প্রভাব পড়েছিল রাজ্যে। মাঝে বৃষ্টি হলেও সেই মেঘলা আকাশ কেটে শীতের ফুরফুর হাওয়ায় মেতেছিল বাঙালি। কিন্তু ফের একবার সেই বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েক দিনেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলেই জানান হচ্ছে। কিন্তু শীতের ‘আয়ু’ আর তাহলে কতদিন? সেই উত্তর এখনও স্পষ্ট নয় আবহাওয়াবিদদের কাছে।

হাওয়া মহল জানাচ্ছে, আগামিকাল থেকেই বদলাবে আবহাওয়া। শুক্রবার থেকে আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে বঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। কিন্তু বৃষ্টি কেটে যাওয়ার পর কি শীত ফিরবে? না এটাই শীতের শেষ? এই প্রশ্নগুলির উত্তর এখনও পর্যন্ত নেই আবহাওয়া দফতরের কাছে। তারা আপাতত জানাচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হলে এক ধাক্কায় প্রায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই বলাই যায়, এক নিমেষে হঠাৎ ঠান্ডার অবনতি ঘটবে। কলকাতা সহ একাধিক জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি হবে বলে পূর্বাভাস। তবে হাওয়া অফিস এটাও স্পষ্ট করে দিচ্ছে যে, এইভাবে অসময়ে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের পক্ষে ভালো নয়। প্রভাব পড়বে চাষে। ফলস্বরূপ বাজারেও পড়বে টান।

এর আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, পশ্চিমী ঝঞ্ঝা আর তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে ঢুকতে শুরু করবে প্রচুর পরিমাণে জ্বলীয় বাষ্প৷ যার ফলে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল তখন। প্রসঙ্গত, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.০২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে ছিল কুয়াশাচ্ছন্ন আকাশ, যার ফলে একাধিক রাস্তায় যান চলাচলে কিঞ্চিৎ সমস্যা হয়েছিল।

Leave a Reply