সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বিগত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণ শুরু হয়েছে। আগামী কয়েকদিন বজায় থাকবে এই আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হতে পারে। আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে সপ্তাহান্তে বর্ষণের পরিমাণ বাড়তে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বাংলা জুড়ে বর্ষণ হতে পারে। উত্তরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।