চলতি সপ্তাহের গরম থেকে স্বস্তি দিয়ে আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

গত মাসের শুরু থেকেই একের পর এক নিম্নচাপের প্রকোপে ছিলো রাজ্যে। মাস শেষ হয়ে চলতি মাসের শুরু হতেই উধাও বৃষ্টি, পাশাপাশি বাড়ছে গরম। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত বৃষ্টি পাচ্ছিল বঙ্গবাসী। উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।

তবে বিগত কয়েক দিন ধরে লাগাতার গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভাদ্র মাস পড়তেই যেন পচা গরম সহ্য করতে হচ্ছে বাংলার জনগণকে। এমনিতে কথায় আছে ‘ভাদ্রে বৃষ্টিও পচা, গরমও পচা’। সেটাই অক্ষরে অক্ষরে মিলছে যেন। কিন্তু এবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানান হল, আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কমপক্ষে ৫ টি জেলায় এমন পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি এবং কালিম্পঙে লাল সতর্কতা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কতা এবং দুই দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কিন্তু খারাপ খবর দক্ষিণবঙ্গবাসীর জন্য। কারণ এই অংশ সেইভাবে বৃষ্টি নাও হতে পারে। কারণ এই মুহূর্তে কোনও নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথা নেই। যদিও পুজোর আগে বৃষ্টিপাত দেখা যাবে বলে আগে জানান হয়েছিল। কিন্তু বাঙালি আর যাই হোক, দুর্গাপুজোয় বৃষ্টি চাইবে না।

তবে হাওয়া অফিসের অনুমান, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হলে কিঞ্চিৎ প্রভাব দক্ষিণবঙ্গে পড়তে পারে। বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকতে পারে। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। তাই গরমের একটা অস্বস্তি যে থাকবেই তা বলতেই হচ্ছে।