রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের ঘুরতে যাওয়ার মানেই কথা মাথায় রেখেই বিরাট ঘোষণা করল রেল। দীপাবলি ও ছট পুজোর সময়ে ট্রেনে ভিড় ঠেকাতে ২৮৩টি বিশেষ ট্রেনের ঘোষণা করে দিল ভারতীয় রেল।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই বিশেষ ট্রেনগুলি ৪,৪৮০ টি যাত্রা করবে। দক্ষিণ মধ্য রেলে ৫৮টি ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৪০৪টি ট্রিপ হবে। ৩৬টি ট্রেন পরিচালনা করবে পশ্চিম রেল। পাশাপাশি একই সঙ্গে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ২৪টি স্পেশাল ট্রেন চালানো হবে।
বেশিরভাগ ট্রেন দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো থেকে বিহার এবং উত্তর প্রদেশের শহরগুলিতে চালানো হবে। এ ছাড়া মুম্বই ও দিল্লির যানজট কমাতে ছটের আগে নন-এসি বন্দে ট্রেন চালু করার পরিকল্পনা করছে রেল। উত্তর রেল ৫.৫ লক্ষ অতিরিক্ত বার্থ এবং আসন যুক্ত করবে।