তুফানগঞ্জ ১(এ ) ব্লকের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে এসে বিজেপির দুই সংসদ তথা কেন্দ্রীয় দুই প্রতি মন্ত্রী যথাক্রমে জন বারলা ও নিশীথ প্রামানিককে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য কমিটির সহ সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।মঙ্গলবার দুপুরে তৃণমূলের তুফানগঞ্জ ১(এ ) ব্লক কমিটির বিজয়া সম্মিলনী ছিল তুফানগঞ্জ শহরের কমিউনিটি হলঘরে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, গত পাঁচ বছরে বিজেপির দুই সংসদ এলাকার কোনো উন্নয়ন মূলক কাজ করেননি,শুধু সাধারণ মানুষজনকে ধোঁকা দিয়েছেন।আলিপুরদুয়ারের সংসদ জন বারলা রায়ডাক নদীর ওপর জালধোয়া ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তূ চার বছর পার হয়ে গেলেও সেখানে একটি ও পাথর পড়েনি।তার চা বাগান এলাকায় তার দলের নেতারাই তার বিরুদ্ধে ক্ষোভ জানাছেন।তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা করেছেন।একজন সাংসদ তো দূরের কথা তার মতো মানুষের একজন পঞ্চায়েত হওয়ার যোগ্যতা অবধি নেই। আগামী লোকসভা নির্বাচনে তিনি দাঁড়ালে গো হারা হারবেন। আর নিশীথ প্রামানিক সম্পর্কে তিনি বলেন,খালি মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি তার।কোচবিহারে এখন অবধি রেলের জমিতে স্পোর্টস হাব গড়ে ওঠে নি। তিনি বাইরে যেতে পারছেন না মানুষের প্রশ্নের ভয়ে। এদিনের তৃণমূলের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন তৃণমূলের তুফানগঞ্জ ১(এ ) ব্লক সভাপতি মনোজ বর্মা, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা, তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রী সহ অন্যান্যরা।
Related Posts
আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কোচবিহারে
আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যেন কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।তিনি বলেন,সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ…
লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর বাপ্পা
লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন গোসানিমারীর বড় নাটাবাড়ি মাল্লির হাট এলাকার এক ব্যক্তি, নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার রাতেই দিনহাটা থানার দ্বারস্থ হলেন তিনি। কখন যে কার লক্ষী লাভ হয় সেটা বলা মুশকিল, মাত্র ৩০০ টাকা দিয়ে লটারি টিকিট কেটে রাতারাতি…
ভেটাগুরিতে বিজেপিতে যোগদান তৃণমূলের অঞ্চল যুব সভাপতির
উদয়ন গুহর পদযাত্রার কিছুক্ষনের মধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো ভেটাগুরী ১নং অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি মৃণাল বর্মন, তৃণমূল সদস্য কাজল ,দীপু বর্মন সহ ১৫ টি পরিবার। উদয়ন গুহর বিস্ফোরক মন্তব্যের পরেই এই যোগদান বলে দাবি করেন সভায় উপস্থিত…