বিগত কয়েক মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট।
আগেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে এই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইল আদালত।
মামলায় ধৃত নেতা কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি চলছিল শুনানি বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। এদিন শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।