আসছে পুজো, তার আগেই বড় সুখবর

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। এবার আবাস যোজনা নিয়ে নয়া আপডেট। পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কিস্তির টাকা।

চলতি মাসেই গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে। জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ। চলতি মাসেই জামশেদপুরে প্রায় ২৬ লক্ষ সুবিধাভোগীর জন্য ‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১৫ সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে। সেদিনই প্রথম কিস্তির টাকাও তুলে দেওয়া হবে।

সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা ঘোষণা করেছেন। শিবরাজ সিং চৌহান বলেন, এই যোজনার সুবিধাভোগীদের প্রথম কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তাঁদের সঙ্গে কথাও বলবেন। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য সকল সুবিধাভোগীদের চিঠিও সেদিন বিতরণ করা হবে।