লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার ভোট প্রচারে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল নেত্রী।
কোচবিহারের চান্দামারিতে জনসভা ছিল তার। আর সেখানে দাঁড়িয়েই বিরোধীদের তোপ দাগার পাশাপাশি সীমান্তবল রক্ষা বাহিনী তথা বিএসএফ-কে লক্ষ্য করে আক্রমণ শানান মমতা। নেত্রীর অভিযোগ ছিল ‘ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করে বিএসএফ বাহিনী।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই শোরগোল পরে যায় গোটা রাজ্যে।
তারই কয়েক ঘণ্টার মধ্যে কড়া জবাব দিয়ে বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের পক্ষ থেকে জানানো হয়, “বিএসএফ একটা পেশাগত বাহিনী, ভারত-বাংলাদেশ সীমান্ত প্রহারার কাজে মোতায়েন। এখন আসন্ন পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে সুরক্ষার জন্যেও তাদের কাজে লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা কোনওভাবেই সত্য নয় এবং সম্পূর্ণ ভিত্তিহীন।“