২০ শতাংশ বোনাসের দাবিতে দার্জিলিংয়ে প্রতিবাদ মিছিল ও সভা চা শ্রমিক ও সংগঠনের

একদিকে যখন দেবি পক্ষের সুচনা হয়ে মায়ের আরাধনায় ব্যস্ত আপামর রাজ্যবাসী। আকাশে বাতাসে ভেসে আসছে আগমনির গান ঠিক তখন এই উৎসব ঘিরে ভালো থাকার তাগিদে ২০ শতাংশ বোনাসের দাবিতে সোচ্চার চা বাগান শ্রমিকরা। গত সোমবার ২০ শতাংশ বোনাসের দাবিতে পাহাড় বনধের ডাক দিয়েছিল চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রী এই বনধকে সমর্থন না করার কথা বলেছিলেন। পাশাাপশি তিনি বলেছিলেন বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে তিনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না বলে পরিস্কার জানিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার ফের বোনাসের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠক হয়। কিন্তু এই বৈঠকে মালিক পক্ষ ১৬ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড়। বুধবার ২০ শতাংশ বোনাসের দাবিতে ফের সোচ্চার হয়ে ওঠে চা শ্রমিকরা। প্রতিবাদে দার্জিলিংয়ে মিছিল সহ প্রতিবাদ সভা করা হয়। শ্রমিক সংগঠনের পক্ষে সমন পাঠক জানান, যতদিন ২০ শতাংশ বোনাস দিতে মালিকপক্ষ রাজি হবে না ততদিন কর্মবিরতি রেখে প্রতিবাদ মিছিল সহ সভা ও বিক্ষোভ চলবে।