বাংলার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্না

উত্তরবঙ্গকে বিভাজন ও বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে প্রায় সব বাঙালী সংগঠন আজ ধর্নায় সামিল হয়। আজ গান্ধী মূর্তির পাদদেশে এক ধর্না মঞ্চে সামিল হয় বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি, আমরা বাঙালি ও অন‍্যান‍্য সংগঠন। তাদের একটাই বক্তব্য বাংলা ভাগের চক্রান্ত ও বাংলায় বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠুন। আমরা বাঙালির সচিব বাসুদেব সাহার বক্তব্য, ভারতবর্ষে নানান ভাষার মানুষের বাস তাই প্রতিটি রাজ‍্যের নিজের নিজের ভাষায় কথা বলার ও লেখার অধিকার ক্ষুণ্ন করা চলবে না।