উত্তরবঙ্গকে বিভাজন ও বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে প্রায় সব বাঙালী সংগঠন আজ ধর্নায় সামিল হয়। আজ গান্ধী মূর্তির পাদদেশে এক ধর্না মঞ্চে সামিল হয় বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি, আমরা বাঙালি ও অন্যান্য সংগঠন। তাদের একটাই বক্তব্য বাংলা ভাগের চক্রান্ত ও বাংলায় বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠুন। আমরা বাঙালির সচিব বাসুদেব সাহার বক্তব্য, ভারতবর্ষে নানান ভাষার মানুষের বাস তাই প্রতিটি রাজ্যের নিজের নিজের ভাষায় কথা বলার ও লেখার অধিকার ক্ষুণ্ন করা চলবে না।
Related Posts
ভেটের জঞ্জালের দুর্গন্ধের সমস্যা সমাধানে নামলেন খোদ মেয়র গৌতম দেব
শনিবার শিলিগুড়ি পুরসভার “টক টু মেয়র” অনুষ্ঠানে ২১ নম্বর ওর্য়াডের রবীন্দ্রনগর এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন তাঁর বাড়ির গেটের সামনে একটি ভেট পুরনিগম থেকে বসিয়েছে। সেই ভেটের জঞ্জালের দুর্গন্ধে থাকা দায় হয়ে পরেছে। এবং সাথে রাস্তার ধারে থাকা জলের কল…
শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় বনধের প্রভাব
২৭শে সেপ্টেম্বর কৃষক সংগঠনের ডাকা বনধের প্রভাব শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার দফায় দফায় বনধ সমর্থনকারীদের মিছিল লক্ষ্য করা যায় শহর শিলিগুড়িতে। একদিকে অল ইন্ডিয়া সংগঠন ডিএসএসসিআই যৌথ মিছিল বার করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অপরদিকে অন্য একটি…
পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি নেতা জীবন সিংহর
পৃথক রাজ্যের দাবিতে ফের একবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জীবন সিংহ।কামতাপুরি মানুষদের বঞ্চনার উপর ভারত সরকারের বঞ্চনার কথা তুলে ধরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কেএলও নেতা জীবন সিংহ।সেই ভিডিও বার্তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জীবন সিংহ তার ভিডিও…