উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রকল্প

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরকে জঞ্জাল মুক্ত করতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রথম ধাপের কাজ।সোমবার এই কাজের প্রকল্পের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা।

গৌতম দেব জানান, মেডিক্যাল কলেজে ও হাসপাতাল চত্বরে আনাচে-কানাচে আবর্জনা স্তূপ জমা হয়ে থাকে। ক্লিনিক্যাল আবর্জনা গুলি একটি বেসরকারি কোম্পানি দ্বারা অপসারণ করা হলেও অন্যান্য আবর্জনা হাসপাতাল চত্বরে পড়ে থেকে পরিবেশকে দূষিত করে। সেই দিক বিবেচনা করে হাসপাতালের আবর্জনাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রকল্পের মধ্য দিয়ে সেগুলোকে অন্য রূপ দেওয়া হবে। তিনি জানান এই প্রকল্পে প্রথম ধাপে ৪০ লক্ষ টাকা ও দ্বিতীয় ধাপে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয় করা হবে।