সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর জোগাড় করতে চাপ বাড়ছে ইডির ওপর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির জট খুলতে ইডির চাই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর।

তবে ‘কাকুর’ কণ্ঠস্বর জোগাড় করতে এখনও ব্যর্থ ইডি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ফের একবার SSKM হাসপাতালকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, গ্রেফতারির ৫ মাস কেটে গেলেও ‘কালীঘাটের কাকুর’ কণ্ঠস্বর জোগাড় করতে এখনও অসফল ইডি।

আদালতের নির্দেশের পর গত সপ্তাহে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ফরেন্সিক বিশেষজ্ঞ সহ একেবারে হাসপাতালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। তবে সেখানে গিয়ে ৫ ঘণ্টা অপেক্ষা করলেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি মেলেনি।