চাপ বাড়ল রাজ্য সরকারের ওপর

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বকেয়া টাকা ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত আজকের নয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছেনা বাংলা। বন্ধ রয়েছে একশো দিনের কাজের টাকা। রাজ্যের সব জিএসটির টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। স্বাস্থ্য খাতেও টাকা দিচ্ছেনা মোদী সরকার। এসবের মাঝেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে নতুন সমস্যায় রাজ্য। সমস্যা হল, কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রের কৃতিত্ব এই ভিলেজ নোডাল পার্সন নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে রাজ্যকে।

কেন্দ্র হাত তুলে নিয়েছে। এরই মধ্যে নতুন করে নির্দেশনামা আসায় চিন্তা বেড়েছে রাজ্যের। কারণ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে কমপক্ষে ১২ কোটি টাকা খরচ হবে। আর সেই অর্থের সংস্থান করতে হবে রাজ্যকেই।