বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কেরলের রাজ্য বিদ্যুৎ বণ্টন বোর্ডের কর্মচারী এবং পেনশনভোগীদের DA এবং DR-এ বৃদ্ধি ঘটবে না।
সদ্য অনুষ্ঠিত বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গত বছর থেকে তিন দফায় কর্মীদের গ্র্যাচুইটি ও ভাতা দেওয়ার হবে না। জানা গিয়েছে, ওই রাজ্যের বিদ্যুৎ বোর্ডের আর্থিক দুরবস্থার বিষয়টি মূল্যায়ন করা হয়। এই আবহে সংশ্লিষ্ট কর্মীদের DA, DR এবং গ্র্যাচুইটি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে কেরলে একাদশ বেতন কমিশন কার্যকর রয়েছে। যার মাধ্যমে কর্মীদের ন্যূনতম বেতনের পরিমাণ হল ২৩ হাজার টাকা। তবে, DA এবং DR-এর প্রসঙ্গে বোর্ডের এহেন সিদ্ধান্তে সরাসরি প্রভাবিত হতে চলেছেন কেরলের স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কর্মচারী এবং পেনশনভোগীরা।