চাপ বাড়ল কেন্দ্র সরকারি কর্মীদের

এবার কড়া নির্দেশ কেন্দ্র সরকারের তরফে, বদলে যাচ্ছে নিয়ম। যখন তখন মর্জি মতো অফিস যাওয়ার ‘কালচার’ এবার শেষ হতে চলেছে। সম্প্রতি একটি অর্ডার জারি করে কেন্দ্র সরকার বলেছে, যে সমস্ত কর্মীরা দেরি করে অফিসে ঢুকছেন এবং যারা নির্ধারিত সময়ের আগেই অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে এবার কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে।

অনেকেই নিয়ম অনুযায়ী আধার সংযুক্ত বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেমে হাজিরা দিচ্ছেন না। এবার থেকে তাদের জন্য অন্য ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশকা অনুযায়ী এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোবাইল ফোন নির্ভর ফেস অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে।

যার মাধ্যমে কর্মীর অবস্থান সম্পর্কেও জানা যাবে। থাকবে জিও-ট্যাগিংও। নিয়মিত হাজিরা পোর্টাল থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রের কর্মীরা অফিসে আসতে দেরি করলে তাদের আর্ধেক দিনের ক্যাজুয়াল লিভ (সিএল) কেটে নেওয়া হবে। নয়া নিয়ম নিয়ে ঘুম উড়লো সরকারি কর্মীদের।