নির্ঘন্ট বেজে গিয়েছে আগামী উপনির্বাচনের। নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হয়েছে উপনির্বাচনের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচন ঘিরে কোমর বেঁধে নামল বিজেপি। কমপক্ষে ৬ জনের নাম প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে কাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাকে ময়দানে নামাতে হবে, সেটা সম্ভবত আজই ঘোষণা হবে। শাসক দলের প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রচারে নামছেন। অন্যদিকে কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাঁরা এই নির্বাচনে প্রার্থী দেবে না।
আর ভবানীপুরের উপনির্বাচনের জন্য বাহুবলী সাংসদ অর্জুন সিংকে পর্যবেক্ষক করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। এছাড়াও অর্জুনের সারথি হিসেবে সাংসদ জ্যোতির্ময় মাহাত এবং রাজ্যের সম্পাদক সঞ্জয় সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে ঝড় তুলতে ও মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য ওয়ার্ড প্রতি একজন বিধায়ক ও দুজন সাংসদ থাকবেন। ভবানীপুরে পর্যবেক্ষকের দায়িত্ব পেতেই গর্জে উঠেছেন ব্যারাকপুরের বিজপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, ভবানীপুরে নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে।