নামের সংঘাত ভুলে গরীব মানুষের সার্থে বাংলা আবাস যোজনা আর নয়, কেন্দ্রীর শর্ত মেনেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা নেওয়ার কথা পঞ্চায়েত রিভিউ মিটিং এ জানান মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার।
শিলিগুড়ির মাল্লাগুড়ি মৈনাক টুরিস্ট লজের সভা কক্ষে এক জরুরি সভায় সরকার সকলস্তরের আধিকারিকবৃন্দদের নিয়ে “রিভিউ মিটিং নর্থবেঙ্গল ড্রিস্টিক অর পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ইসু” পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার সভায় মিলিত হন। আবহাওয়া খারাপের কারনে বিমান দেরিতে আসায় সভার কাজ অনেকটা বিলম্বে শুরু হয়।
সভা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীববাবু জানান, গ্রামীণ সড়ক ব্যবস্থাতে যেমনটাতে জোড় দেওয়া হবে তেমনি গরীব মানুষের কথা চিন্তা করে নামের সংঘাত ভুলে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে জোড় দেওয়া হবে।
তিনি আরো জানান, বিলম্ব হয়েছে অনেকটা সময়,সাধারণ মানুষের স্বার্থে দ্রুততার সাথে কিভাবে এই কাজ সম্পন্ন করা যাবে তা নিয়ে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।প্রদীপবাবু অভিযোগ করে জানান, কেন্দ্রীয় সরকারের কারনে আবাস যোজনার বরাদ্দ টাকা পেতে দেরি হয়েছে। এখন শেষমেশ টাকা বরাদ্দ হওয়ায় নামের বির্তক ভুলে দ্রুত কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হবে।