কিছুদিন বন্ধ থাকার পর ফের শিলিগুড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ। কাল বিলম্ব না করে শহরের অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম। বুধবার শিলিগুড়ির ৬নম্বর ওয়ার্ডে একটি পুরোনো বহুতলে তৈরি হওয়া নবনির্মিত অবৈধ নির্মান ভেঙে দেয় পুরনিগমের কর্মীরা।
জানা গিয়েছে,ওই বহুতল রঙ ও মেরামতির কাজের জন্য পুরনিগমের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, মেরামতির নামে ওই বহুতলে লিফট সহ অবৈধ নির্মান তৈরি করা হচ্ছিল। এই খবর যায় পুরনিগমের কাছে। খতিয়ে দেখে অবৈধ নির্মান ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয় পুরনিগমের তরফে। কিন্তু অভিযোগ, বহুতলের মালিক পুরনিগমের নোটিশে আমল দেন নি। ব্যাস আর কালবিলম্ব না করে আজ সেই বহুতলে অভিযান চালায় পুরনিগম। অপ্রীতিকর ঘটনা এড়াতে সঙ্গে ছিল পুলিশ কর্মীরা। এরপর পুরনিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করে। মুহুর্তেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ নির্মাণ। বহুতলে বিনা অনুমতিতে যে লিফটি তৈরী করা হচ্ছিল। সেটিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।