পুজোয় ছুটি বাতিল,যেতে হবে অফিস! বড় ঘোষণা নবান্নের

পুজোর মুখে রাজ্যে ডেঙ্গির প্রকোপ। সেই কারণে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ শে সেপ্টেম্বর থেকে ,চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই সময়কালে চিকিৎসকদের ছুটি বাতিল করে রোস্টার করে ডিউটি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্যভবন।

নবান্ন সূত্রে খবর,ডেঙ্গু মোকাবিলায় যুক্ত সব সরকারি কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের জীবন বাঁচাতেই মুখ্যসচিবের এমনই নির্দেশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা শাসকদের সতর্ক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।