শিলিগুড়ি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতির সন্ধান করল পুলিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে শিলিগুড়ি থেকে কোটি কোটি টাকার প্রতারণার কারবারের হদিশ পেলো পুলিশ। সেই কারবার চালানোর অভিযোগে শিলিগুড়ি থেকে ৬ যুবককে গ্রেফতার করল ব্যারাকপুর সাইবার থানার পুলিশ। জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে ৫ কোটি ৫০ লক্ষ টাকার অনলাইন প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।এরপরই এই প্রতারণার ঘটনাটি সামনে আসে। প্রতারকেরা টাকার বিনিময়ে বিভিন্ন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে প্রতারণা চক্র চালাতো। ভাড়ার সেই অ্যাকাউন্টগুলিতে দেশের পাশাপাশি বিদেশেও টাকার লেনদেন করা হত।তদন্তে নেমে ব্যারাকপুর সাইবার থানার পুলিশ জানতে পারে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে বিভিন্ন whatsapp গ্রুপ এবং শেয়ার বাজারের গ্রুপ তৈরি করে সাধারণ মানুষকে কিছু অর্থের প্রলোভন দেখিয়ে  ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করে লেনদেন করা হতো।

 সেই খবর গোপন সূত্রে পাওয়ার পর ব্যারাকপুর সাইবার ক্রাইমের একটি প্রতিনিধি দল শিলিগুড়িতে পৌঁছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশের সাহায্যে যৌথ অভিযান চালায় শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড় এলাকায়। সেখানকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি সেই বাড়ি থেকে একাধিক এটিএম কার্ড ব্যাঙ্কের passbook সহ কয়োকটি মোবাইল উদ্ধার হয়। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা হবে ব্যারাকপুর সাইবার ক্রাইম পুলিশ বলে জানা গিয়েছে। পাশাপাশি এই চক্রের মূল মাস্টারমাইন্ডের খোঁজ শুরু করেছ পুলিশ।