পুজোর মুখে বেড়ে যায় বেআইনি কার্যকলাম। সে কারনেই পুলিশের নজরদারিও এই সময় বৃদ্ধি পায়। আর তাই প্রায় প্রতিদিনই অপরাধ ঘটাবার আগেই পুলিশের জালে ধরা পড়ে চলেছে দুষ্কৃতিরা। মঙ্গলবার ফের ডাকাতি কিংবা অপরাধমূলক কাজ রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বেশ কিছু ধরালো অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতি। ধৃতরা হল বিশাল দাস, জীবন রায়, রতন মহন্ত এবং হরিহর বর্মন
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে,পুলিশের কাছে খবর আসে ফাঁসিদেওয়া মোড় সংলগ্ন রেলওয়ে আন্ডারপাসের নিচে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে ১০থেকে ১২জনের একটি দুষ্কৃতি দল।সেই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোষাকের পুলিশ।পুলিশি অভিযান বুঝতে পেরে বেশ কয়েকজন পালিয়ে গেলেও অভিযানে ৪জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা অস্ত্রশস্ত্র। ধৃতদের মধ্যে বিশাল দাস বেলডাঙ্গির বাসিন্দা। জীবন রায় ঘোগোমালির বাসিন্দা। রতন মহন্ত নিশ্চিন্তপুর চা বাগানের বাসিন্দা ও হরিহর বর্মন পতিরাম জোতের বাসিন্দা। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদের রিমান্ডে এনে এই ঘটনার সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে নামবে মাটিগাড়া থানার পুলিশ।