উত্তরবঙ্গের আটটি জেলা নিয়ে পৃথক রাজ্যের দাবিতে কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে নিউ কোচবিহার স্টেশনে ভোর রাত থেকে পুলিশ প্রহরা।আন্দোলনকারীরা যাতে স্টেশনের ভেতর প্রবেশ করতে না পারে তাই গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলা হয় পুলিশে, নিয়ে আসা হয়েছে জল কামান। নিউ কোচবিহার স্টেশনের পাশাপাশি বিভিন্ন স্টেশন গুলিতেও রাখা হয় পুলিশের প্রহরা। কেপিপির জেলা সভাপতি কংসরাজ বর্মনকে গৃহবন্দী করে পুলিশ।
কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে তৎপর পুলিশ
