শিক্ষানীতি নিয়ে বিবাদের ফলে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল নতুন শিক্ষানীতির। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা নীতি পরিবর্তন করার আগে বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে রাজ্যের শিক্ষানীতি সংক্রান্ত কমিটি এবং সিলেবাস কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ভার্চুয়ালি অংশ নেন বলে জানা গিয়েছে।
বৈঠকে মন্ত্রী চলতি সিলেবাস পরিবর্তন করার আগে তা কতটা সময় উপযোগী সেটি পর্যালোচনা করা সহ পঠন-পাঠনকে আরও জীবনমুখী করে তুলতে কী ধরনের শিক্ষানীতি গ্রহণ করা হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেন। পাশাপাশি পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষানীতির দিকটিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।সিলেবাস কমিটি চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন গরমের ছুটির পরেই রাজ্যের প্রায় তেরোশো স্কুলে এই সমীক্ষার কাজ শুরু হবে।
অন্যদিকে, প্রবল দাবদাহের জেরে ২ মে থেকে সমস্ত সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে। গ্রীষ্মের ছুটির এগিয়ে আনার সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার স্কুলের ছুটি এগিয়ে আনার প্রভাব সরকারি স্কুলগুলোতে পড়লেও বেসরকারি স্কুলগুলো খোলা ছিল। অফলাইনে ক্লাস হচ্ছিল। রাজ্য শিক্ষা দফতরের তরফে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত বেসরকারি স্কুলে অফলাইন ক্লাস বন্ধ করতে হবে। অনলাইনে ক্লাস করাতে পারে স্কুল কর্তৃপক্ষ না হলে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনতে হবে।