১৩ দফা দাবির ভিত্তিতে কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা।কোচবিহার বিডিও অফিস চত্বরে বিক্ষোভ মিছিল করেন।পাটের পর্যাপ্ত দাম, কোচবিহার ২ নম্বর ব্লকে দমকল কেন্দ্র স্থাপন, প্রতিনিয়ত লোডশেডিং সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রট নেতা দীপক সরকার, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা।এদিন প্রায় এক ঘণ্টা এই বিক্ষোভ প্রদর্শন হয়।সংগঠনের পক্ষ থেকে কোচবিহার ২ নম্বর ব্লকের সংশ্লিষ্ট আধিকারিককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
Related Posts
কোচবিহারে প্রতিবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের
দিল্লিতে অনশনরত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর বিনা প্ররোচনায় নির্যাতনের বিরুদ্ধে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদে নামলো তৃণমূল কংগ্রেস।শনিবার কোচবিহারে এক প্রতিবাদ শোভাযাত্রা সংগঠিত করে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার রাসমেলা ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল কোচবিহারের…
ভবঘুরে দিদিদের নিয়ে ভাইফোঁটার আয়োজন মদনমোহন ঠাকুর বাড়িতে
ভাতৃ দ্বিতীয়ার শুভ লগ্নে কোচবিহার মদনমোহন বাড়ির সামনে যেসব ভবঘুরে দিদিরা থাকেন তাদেরকে সঙ্গে নিয়ে ভাইফোঁটা উৎসব পালন করলো এক সেচ্ছাসেবী সংগঠনের ।মদনমোহন ঠাকুর বাড়ির ভিতরে দুর্গা মন্ডপের সামনে এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল।সংগঠনে এক সদস্য বলেন দিদিরাও আমাদের সুন্দরভাবে…
কোচবিহার পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রকে মারধর,রেগিংয়ের অভিযোগ পরিবারের
কোচবিহার পলিটেকনিক কলেজের ছাত্রকে মারধর,আত্মহত্যার চেষ্টা রেগিংয়ের অভিযোগ পরিবারের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ।আহত একজনকে প্রাথমিক চিকিৎসার করে ছেড়ে দেয় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতাল।এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জুড়ে।কোচবিহার পলিটেকনিক কলেজের জেনারেল সেক্রেটারি মিসবাউল ইসলাম…