১৩ দফা দাবির ভিত্তিতে কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা।কোচবিহার বিডিও অফিস চত্বরে বিক্ষোভ মিছিল করেন।পাটের পর্যাপ্ত দাম, কোচবিহার ২ নম্বর ব্লকে দমকল কেন্দ্র স্থাপন, প্রতিনিয়ত লোডশেডিং সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রট নেতা দীপক সরকার, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা।এদিন প্রায় এক ঘণ্টা এই বিক্ষোভ প্রদর্শন হয়।সংগঠনের পক্ষ থেকে কোচবিহার ২ নম্বর ব্লকের সংশ্লিষ্ট আধিকারিককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
Related Posts
ফোন কলে ওটিপি নম্বর দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন কোচবিহারের বৃদ্ধা
আধার থেকে শুরু করে বায়োমেট্রিক ক্লোন, রাজ্যের একের পর এক প্রতারণার ঘটনা ঘটছে। জালিয়াতির ফাঁদে পড়ে এবার কোচবিহারের এক নাগরিক ব্যাঙ্কের গচ্ছিত টাকা হারালেন। দুই ধাপে এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার…
মাথাভাঙ্গায় শুরু হোলো ভান্ডানি পুজো
দুর্গাপূজার রেষ কাটতে না কাটতেই মাথাভাঙ্গা ভান্ডানি পুজো কমিটির উদ্যোগে মাথাভাঙ্গা শহরের কাছারি মাঠে শুরু হোল ভান্ডানি পুজো।মাথাভাঙ্গা ভান্ডানির পুজো কমিটির সম্পাদক সুশান্ত মোহন্ত এবং সাধারণ সম্পাদক গৌতম বর্মন জানান দেবী দুর্গা মর্ত্যে যাওয়ার পথে উত্তরবঙ্গের রাজবংশী এলাকায় বনের ধারে…
বকেয়া টাকার দাবিতে পদযাত্রা মন্ত্রী উদয়ন গুহর
একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আটিয়ালডাঙ্গায় তৃনমূলের পদযাত্রায় মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সকালে বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আটিয়ালডাঙ্গায় তৃনমূল কংগ্রেসের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা দুই ব্লকের সভাপতি দীপক…