মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে বৃদ্ধি পেলো পেট্রোলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার বাড়লো পেট্রোলের দাম। বাংলার ১০ জেলায় যেমন জ্বালানি তেলের দাম বেড়েছে, তেমনি অন্যদিকে আট জেলায় কমেছে পেট্রোল ও ডিজেলের দাম।

পেট্রোল বিকোচ্ছে কোচবিহারে লিটার প্রতি ১০৭.৩৯ টাকায়। আলিপুরদুয়ারে আজ পেট্রোলের দাম লিটার পিছু ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৩.৯০ টাকা। বাঁকুড়ায় পেট্রোলের দাম ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.০১ টাকা। বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৬৪ টাকা, ডিজেল ৯৩.৩৪ টাকা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল বিকোচ্ছে ১০৬.২২ এবং ১০৬.৩৬ টাকায়।

এই দুই জেলায় ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৪৩ এবং ৯৩.০৭ টাকায়। দার্জিলিঙে পেট্রোল ১০৫.৯৮ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা। হুগলিতে আজ পেট্রোল লিটার পিছু ১০৬.১০ টাকা, ডিজেল ৯২.৮৩ টাকা। সপ্তাহের শেষ দিনে দাম বেড়ে কোথায় যাবে তা নিয়েই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের।