ভয়াবহতা দেখলো মানুষ, ফের তীব্র ভূমিকম্প মেক্সিকোয়

ফের আবার একবার সেই পুরোনো স্মৃতি উঠে এলো মানুষের মনে৷ আবার একবার ভয়াবহতা দেখলো মানুষ৷ ১৯৮৫ সালের স্মৃতি উস্কে ফের কেঁপে উঠল মেক্সিকোর মাটি৷ ওই বছর ১৯ সেপ্টেম্বর এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারেরও বেশি মেক্সিকান। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৮.১৷ ২০১৭ সালে এই একই দিনে ফের ভূমিকম্প হয়েছিল মধ্য আমেরিকার এই দেশে।

সেবার মৃত্যু হয়েছিল ৩৫০ জনের। এর পর ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর৷ ফের একবার কেঁপে উঠল মেক্সিকো। সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ মেক্সিকো৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬৷ তবে গত দু’বারের তুলনায় এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম বলে জানা গিয়েছে৷ এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের৷

মেক্সিকান ভূতত্ত্ববিদদের মতে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মিচোয়াকান রাজ্যের কোলকোম্যান থেকে ৫৯ কিলোমিটার এবং রাজধানী মেক্সিকো সিটি থেকে কয়েকশো কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল৷ ভূপৃষ্ঠ থেকে ১৫ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল৷ মেক্সিকো সিটিতে ভূমিকম্পের অ্যালার্ম বেজে উঠতেই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন সকলে।

রাজধানী মেক্সিকো সিটির এক বাসিন্দা বছর ৩৭-এর করিনা সুরায়েজ বলেন, “এ এক ভয়াবহ অনুভূতি”। মেক্সিকোর মেয়র ক্লডিয়া শিনবাউম টুইটে জানান, “এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।” তবে মেক্সিকোতে এই ভয়াবহ মাত্রার ভূকম্পনের পর সুনামির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সেদেশের ভূতত্ত্ববিদরা।