শহিদ দিবসে নাজেহাল কলকাতাবাসী

বিগত দু বছর পর বাড়তে থাকা করোনাভাইরাসের চোখরাঙানি এড়িয়ে গতকাল রাজ্যের বুকে পালিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস। দু’বছর পরে ধর্মতলায় পুরনো রীতি মেনে জনসভা করছে শাসকদল। বৃহস্পতিবার তৃণমূলের শহিদ দিবসে কলকাতার রাস্তা থেকে বেসরকারি বাস-মিনিবাস কার্যত উধাও৷

সমাবেশে দূর দূরান্ত থেকে লোক আনতে কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার অধিকাংশ রুটে প্রায় ১০০ শতাংশ বেসরকারি বাস ভাড়া নেওয়া হয়েছে। বাস মালিক সংগঠনের নেতৃত্ব জানাচ্ছেন, বুধবার বিকেল থেকেই বহু রুটের বাস ট্রিপ সম্পূর্ণ করে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে অপেক্ষায় থেকেছে।

এদিকে, গত দু’দিন ধরে উত্তরবঙ্গ থেকে ট্রেনে লাগাতার কলকাতা স্টেশনে পৌঁছেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের স্টেশন থেকে সভাস্থলে আনতে লেক টাউন-ঢাকুরিয়া ও নাগেরবাজার-হাওড়া রুটের বহু বাস নেওয়া হয়েছে।

প্রায় সব বাস তুলে নেওয়া হয়েছে উত্তর শহরতলির কামারহাটি, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, মধ্যমগ্রাম, নাগেরবাজার এলাকার বিভিন্ন রুটের। রাজারহাট, নিউ টাউন, বাগুইআটির বিভিন্ন রুট কার্যত বাস-শূন্য। ফলে ভোগান্তি কলকাতায় আসা সাধারণ মানুষের৷