“বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। তাঁরা বিজেপিকে কোনও দিনই বিশ্বাস করেন না।” শিলিগুড়িতে সভায় বক্তৃতা দিতে গিয়ে এমনটাই জানালেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন সেবক মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি হিলকার্ট রোড ঘুরে হাসমি চকে গিয়ে শেষ হয়। মিছিল শেষের পর সেখানে সভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্মিতা বকসি সহ দার্জিলিং জেলার নেতৃত্ব। সেই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন তিনি। তাদের কটাক্ষ করে সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী।
Related Posts
অক্সিজেন দম্পতিকে সংবর্ধিত করা হল আজ
অক্সিজেন দম্পতিকে দেওয়া হল সংবর্ধনা। করোনা অতিমারিতে শান্তনু শর্মা ও অনুস্মিতা শর্মা অক্সিজেন পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেকারণেই জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা উত্তরবঙ্গের অক্সিজেন দম্পতি শান্তনু শর্মা ও অনুস্মিতা শর্মাকে জলপাইগুড়ি…
পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কলসেন্টার, হতবাক শিলিগুড়িবাসী
পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কল সেন্টার,খবর পেয়ে রাতে অভিযান পুলিশের। শিলিগুড়ি সেবক রোডের এক বিল্ডিং এ সাইওয়ান ট্রেনিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের নামেই এক সংস্থা এই কল সেন্টার চালাচ্ছিল বলে অভিযোগ। খবর সূত্রে জানা যায়, এই কল সেন্টার থেকে দেশ…
হরপা বানে ভেসে আসা মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ
সিকিমের হরপা বানে ভেসে আসা দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লালমনিরহাট থানার কর্নপুরের চওড়াটারী গ্রামে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর…