বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে গারদবন্দিই রয়েছেন তিনি।
এরই মধ্যে ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই সেই আবেদন আদালত মঞ্জুর করেছে আদালত। যদিও জেলে গিয়ে সিবিআই কবে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবে তা জানা যায়নি।
বুধবার তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেই ফের নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছে সিবিআই। সিবিআই এর দাবি, সমস্ত দুর্নীতির কথা পার্থ চট্টোপাধ্যায়ের জানা ছিল। ওদিকে সম্প্রতি তদন্তে একাধিক তথ্য নতুন উঠে এসেছে বলে দাবি করেছে সিবিআই।