বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় বিগত প্রায় দু’বছর ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
জামিনের জন্য কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন তিনি। সেই মামলার শুনানিতে পার্থকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী একাধিকবার নিজের মক্কেলের জামিন চাওয়ার ক্ষেত্রে বাকিদের জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।
এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার পর্যবেক্ষণ, বাকিদের সঙ্গে নিজের তুলনা করার আগে পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত! কারণ দুর্নীতির সময় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ ছিলেন। আদালতের প্রশ্ন, যদি দুর্নীতিগ্রস্ত হওয়ার পরেও পার্থ জামিন পান, তাহলে সমাজে কী বার্তা যাবে?