চার চাকার একটি চলন্ত ছোট গাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির মাটিগাড়ার একটি শপিং মলের সামনে।
জানা গিয়েছে, দার্জিলিং মোড় থেকে বাগডোগরার রাস্তায় যাচ্ছিল গাড়িটি। মাটিগাড়ার ওই শপিং মলের সামনে গাড়িটি পৌঁছলে গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে গাড়ির চালক। তিনি গাড়ি থেকে বেরিয়ে দেখেন গাড়িতে আগুন লেগে গিয়েছে। প্রথমে তিনি নিজেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করেন। কিন্তু আগুনের তীব্রতা ক্রমশই বাড়লে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। শিলিগুড়ি দমকলকেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকাতে।
গাড়ির চালক আকাশ থাপা জানান, গাড়িতে কোনো সমস্যা ছিল না। তবে সম্ভবত তারের গোলযোগের কারণে ঘটনাটি ঘটেছে। তবে, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।