এ যেন পুরো উলটপুরাণ, জয় হলো বামেদের। লালগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেসের। বাম-কংগ্রেসের জোট দখল করে নিয়েছে এই পঞ্চায়েত।
৪ বছর আগেই এই পঞ্চায়েত জোর করে দখলের অভিযোগ উঠেছিল শাসক শিবিরের বিরুদ্ধে। অভিযোগ এনেছিল বিজেপি। কিন্তু তাঁরা নয়, বাম-কংগ্রেস জোট এই পঞ্চায়েত দখল করল।
জানা গিয়েছে, ২৪ আসনের পঞ্চায়েতের মধ্যে ১০ টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং ৯ টি আসনে জিতেছিল কংগ্রেস ও ৫ টিতে সিপিএম। আগে বিজেপির অভিযোগ ছিল, ম্যাজিগ ফিগার না থাকলেও জোর করে পঞ্চায়েত দখল করেছিল ঘাসফুল শিবির।
সেই ঘটনার ৪ বছর পর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে বাম-কংগ্রেস। পরে পদ যায় পঞ্চায়েত প্রধানের। ১৩-১১ ভোটে জয়ী হয়ে নতুন প্রধান নির্বাচিত হয়েছে। গত ২৫ জুলাই অপসারিত হন এই পঞ্চায়েতের প্রধান আব্দুল কাদির।
এখন আস্থা ভোটে ১৩-১১ ভোটে জিতে নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন জোট প্রার্থী সন্ধ্যারানি দাস। কংগ্রেস এবং বামেদের তরফে বলা হয়েছে, আগেই তাঁরা বোর্ড গঠন করে ফেলতে পারত কিন্তু তৃণমূলী সন্ত্রাস এবং পুলিশি হস্তক্ষেপের কারণে তাঁরা পারেনি। সেদিনের সেই অনায়াস জয়ের তাঁরা এখন পেয়েছে। ইতিমধ্যেই উল্লাসে মেতেছে দুই দলের সমর্থক এবং কর্মীরা। আবির খেলা থেকে শুরু করে মিছিল চলছে এলাকায়।