লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। ভোটের দিন ঘোষণা করার পর থেকেই একের পর এক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সরব বঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। একাধিক দাবি নিয়ে আদালতেও ছোটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পঞ্চায়েত ভোট ইস্যুতে ফের আদালতে যাচ্ছে বিজেপি। এমনটাই জানালেন নন্দীগ্রামের বিধায়ক। ‘আইন মাফিক কাজ করছে না কমিশন, মানা হচ্ছে না আদালতের নির্দেশও’। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে আবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক।
শুভেন্দুর কথায়, “গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত ৫০টিরও বেশি ব্লকে তৃণমূল কংগ্রেসের বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। রাজ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা কিংবা অন্য বিষয়ে অভিযোগ জানাতে হলে আইনে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলার কথা থাকলেও কমিশন এ ব্যাপারে কোনও ভূমিকা নেই’।