নাইট রাইডার্সের বকেয়া তিন কোটির বেশি বিনোদন কর, জবাব চাইল কলকাতা পুরসভা

প্রতি বছর আইপিএল চলাকালীন, নাইট রাইডার্সকে বিনোদন ট্যাক্সের বিল দেওয়া হয়। প্রতিবার বিল আসে প্রায় ৬৮ লাখ টাকা। এবং তারা বিল পাওয়ার পরেও প্রতি বছর 25 লক্ষ টাকা দেয় কলকাতা পুরসভাকে। বাকি টাকা বকেয়া আছে। এখন দশ বছর ধরে বকেয়া জমা হয়েছে তিন কোটি টাকার বেশি।
কলকাতা নাইট রাইডার্সের কাছে বিপুল পরিমাণ বিনোদন কর পাওনা রয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কেকেআর সেখানে টাকা আটকাচ্ছে না। ফলে রাজস্ব আদায় হয় না। এ অর্থ সংগ্রহ করা হলে উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে। বিনোদন কর বকেয়া আছে। এ নিয়ে বেশ ক্ষুব্ধ কলকাতা পুরসভার আধিকারিকরা। কারণ কেকেআর এখনও বিনোদন কর বাবদ তিন কোটি টাকার বেশি বকেয়া রেখেছে।

এখন সেই টাকা বাড়িতে নিয়ে যেতে শুরু করেছে কলকাতা পুরসভা। বকেয়া টাকা কবে পাওয়া যাবে? কয়েকদিন আগে কলকাতা পুরসভার নাইট রাইডার্স কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। সেই সভায়, নাইটদের বকেয়া বিনোদন কর নিষ্পত্তি করতে বলা হয়েছিল। যদিও কেকেআর এই বিষয়ে মিডিয়াতে কোনও বিবৃতি দেয়নি, কলকাতা পুরসভা আগামী 15 দিনের মধ্যে এটিকে জানাতে বলেছে। এমনকি যথাযথ তারিখ দিয়ে বকেয়া মিটিয়ে দিতেও বলেছেন। তবে কিস্তিতে তা নিষ্পত্তি করা যাবে কি না, তা উল্লেখ নেই।