সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে দেশ। সাধারণ মানুষ নিজেদের সঞ্চয় নিয়ে চিন্তিত আদানি গোষ্ঠীর ইস্যু নিয়ে। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক, এলআইসি কর্তৃপক্ষ নিজেদের মতো করে বিবৃতি দিয়ে জানিয়েছে যে সকলের অর্থ সুরক্ষিত আছে। এর মাঝে কেন্দ্রের তরফ থেকে আশ্বাস আম জনতাকে আরও বেশি চিন্তামুক্ত করেছে। আদানি কাণ্ড নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এলআইসি, এসবিআই-এর মতো বড় ঋণদাতাদের আদানি গোষ্ঠীকে দেওয়া ঋণ সীমা ছাড়ায়নি। সকলকে আশ্বাস দিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর কথায়, আদানি গোষ্ঠীর বিপর্যয়ের জন্য দুই প্রধান আর্থিক সহায়ক এলআইসি এবং এসবিআই নিয়ে বিপদের সম্ভাবনা নেই। সকলের টাকা সুরক্ষিত আছে বলেই দাবি তাঁর। পাশাপাশি তিনি আরও দাবি করে বলেন, দেশের অর্থনীতি আগের থেকে অনেক বেশি চাঙ্গা, তাই চিন্তা করার কোনও কারণ নেই।
আসলে মার্কিন সংস্থা ‘হিন্ডেনবার্গ’-এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে ধস নেমেছে আদানি গোষ্ঠীর শেয়ারে। কারচুপির অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এই আবহে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বস্তির বার্তা দিয়ে জানিয়েছে, প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং দেশের ব্যাঙ্কগুলি যথেষ্ট সুরক্ষিত আছে। এলআইসি কর্তৃপক্ষও বলেছে, শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিপর্যয়ের আঁচ পড়বে না এলআইসির লগ্নিকারীদের ওপর।