ক্যান্সার প্রতিরোধে পথ সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন করা হলো আজ। কার্কিনোস্ হেলথ কেয়ারের আয়োজনে ও কোচবিহার থিয়েটার গ্রুপের সৌজন্যে এই কর্মসূচি নেওয়া হয়। কোচবিহার শহরের ৩ টি জায়গাকে বেছে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কোচবিহার শহর সংলগ্ন নতুনবাজার, কোচবিহার মহারাজা নার্সিং হোম এবং কোচবিহার আমতলা এলাকায় এই কর্মসূচি গ্রহন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্কিনোস্ হেলথ কেয়ারের পক্ষে ঋতম পাল চৌধুরী, কনিকা সিংহ, বিশ্বজিৎ বর্মন, ডক্টর প্রদ্যুৎ সাহা, কোচবিহার থিয়েটার গ্রুপের পূর্বাচল দাস গুপ্ত সহ অন্যান্যরা।
Related Posts
কোরোনা ভ্যাকসিন নিয়ে সাতটি ভ্রান্ত ধারনা
কোভিডের এই মারণপ্যাঁচে ধুন্ধুমার চারিদিকে,ত্রাহি ত্রাহি রব। সবার মনে একটাই ভাবনা, নিস্তার কবে? এত দিন সবাই চাতকের মতো বসে ছিল, ভ্যাকসিনের আশায়। সে ভ্যাকসিন এল। কিন্তু তখন মানুষের মনে জাগল তা নিয়েও হাজার প্রশ্ন। তৈরি হল একাধিক ভ্যাকসিন মিথ। দেখে…
শরীরে নানা সমস্যার দায়ী ইউরিক এসিড
আমাদের সবার শরীরে ইউরিক এসিড থাকে। কিন্তু সমস্যা তাদের শরীরে বেশি দেখা যায়, যাদের শরীরে ইউরিক অ্যাসিড স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেড়ে যায়। প্রোটিন জাতীয় খাবার থেকে পিউরিন নিঃসৃত হয়। আর এসব পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে এবং খাবার ঠিকমতো হজম…
আজ থেকে কলকাতায় শুরু হতে চলেছে ছোটদের টিকাকরণ
অবশেষে অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার৷ এবার দেশে পেতে চলেছে ছোটরাও৷ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ৷ ১ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে কো-উইন পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া৷ রবিবার সন্ধ্যা পর্যন্ত টিকা নেওয়ার জন্য দেশজুড়ে…