কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এরফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ। এই নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন মহল। আজ শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়েও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র। সোমবারে পুরনিগমে এবছরের দ্বিতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্ষতিগ্রস্থ মাঠের কথা তুলে ধরেন বিরোধীরা।বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরিতে শুধু সরকারের নয় শিলিগুড়িবাসীর ভূমিকা রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সভার জন্য স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছে। এর তিব্র বিরোধিতা করেন তিনি। দ্রুত এর সুরাহার দাবি জানান। অন্যদিকে বামেদের আমলেও একাধিক অনুষ্ঠান করে স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছিল। পাল্টা বিরোধী কাউন্সিলকে প্রশ্ন করেন মেয়র। তবে প্রাথমিক পর্যায়ে খুব শীঘ্রই স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলা হবে ও পরবর্তীতে অত্যাধুনিক মাত্রায় স্টেডিয়াম গড়ে তোলার আশ্বাস দেন মেয়র গৌতম দেব।
Related Posts
পুলওয়ামায় ৪০জন সিআরপিএফ শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান হল আজ
পুলওয়ামায় ৪০জন সিআরপিএফ শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রাক্তন সৈনিক সংঘ এবং আস্থা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোচবিহার সাগরদিঘী চত্বরে অবস্থিত প্যাটন ট্যাংকের সামনে শহীদ দিবস পালন করা হয়।এদিন সকাল দশটা নাগাদ প্রথমে বীর শহীদদের ফটোতে ফুল নিবেদন এবং তার সাথে মোমবাতি…
Recently a youth dies after falling from an under-construction structure in Siliguri
Recently an atmosphere of grief cast on Fulbari following the tragic death of a youth who fell from the roof of a house under construction. Actually the deceased has been identified as Shahzad Ali (22), a resident of the Mamata…
বিজেপি ছেরে তৃণমূলে যোগদান করলেন পঞ্চায়েত উপপ্রধান
পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন। কোচবিহার জেলায় বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েত ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে…