কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ অভিযোগ বিরোধীদের

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এরফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ। এই নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন মহল। আজ শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়েও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র। সোমবারে পুরনিগমে এবছরের দ্বিতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্ষতিগ্রস্থ মাঠের কথা তুলে ধরেন বিরোধীরা।বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরিতে শুধু সরকারের নয় শিলিগুড়িবাসীর ভূমিকা রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সভার জন্য স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছে। এর তিব্র বিরোধিতা করেন তিনি। দ্রুত এর সুরাহার দাবি জানান। অন্যদিকে বামেদের আমলেও একাধিক অনুষ্ঠান করে স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছিল। পাল্টা বিরোধী কাউন্সিলকে প্রশ্ন করেন মেয়র। তবে প্রাথমিক পর্যায়ে খুব শীঘ্রই স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলা হবে ও পরবর্তীতে অত্যাধুনিক মাত্রায় স্টেডিয়াম গড়ে তোলার আশ্বাস দেন মেয়র গৌতম দেব।