কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। এরফলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠ। এই নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন মহল। আজ শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিংয়েও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র। সোমবারে পুরনিগমে এবছরের দ্বিতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্ষতিগ্রস্থ মাঠের কথা তুলে ধরেন বিরোধীরা।বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরিতে শুধু সরকারের নয় শিলিগুড়িবাসীর ভূমিকা রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সভার জন্য স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছে। এর তিব্র বিরোধিতা করেন তিনি। দ্রুত এর সুরাহার দাবি জানান। অন্যদিকে বামেদের আমলেও একাধিক অনুষ্ঠান করে স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছিল। পাল্টা বিরোধী কাউন্সিলকে প্রশ্ন করেন মেয়র। তবে প্রাথমিক পর্যায়ে খুব শীঘ্রই স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলা হবে ও পরবর্তীতে অত্যাধুনিক মাত্রায় স্টেডিয়াম গড়ে তোলার আশ্বাস দেন মেয়র গৌতম দেব।
Related Posts
দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়
দোকানের শাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরি জলপাইগুড়ি রাজগঞ্জের বন্ধুনগরে। দোকান থেকে কয়েকটি সিগারেটের প্যাকেট সহ নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি গিয়েছে বলে দাবি দোকানদারের। বুধবার রাতে বন্ধুনগর এলাকায় এক মুদিখানা দোকানে চুরি হয়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে। এই…
After a case regarding drinking water issues Naxalbari’s Sebdella Jote made it to the headlines
On 6th December Naxalbari’s Sebdella Jote made it to the headlines after a case regarding drinking water issues was registered at the Jalpaiguri Circuit Bench of the high court. Actually the residents of the village were facing acute drinking water…
রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার সুযোগ পেয়ে আমেরিকায় যাচ্ছে সুরঞ্জনা
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার বাসিন্দা পেশায় চিকিৎসক সুখময় দাম। স্ত্রী সংযুক্তা সরকার দাম শিক্ষিকা। তাদের একমাত্র কন্যা সুরঞ্জনা দাম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে সুরঞ্জনা কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটের পড়ুয়া। সম্প্রতি সুরঞ্জনা আমেরিকায়…