রাজ্যে ঘটে যাওয়া ভোট পর্ব ঘিরে অশান্তির সৃষ্টি৷ রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভায় ১০ হাজারের বেশি বুথে পুরভোট হয়েছে৷ ভোটে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা৷ সকাল থেকে দফায় দফায় উঠে এসেছে অশান্তির খবর৷ একাধিক জায়াগায় ইভিএম ভাঙচুর করা হয়েছে৷ চলেছে বোমাবাজি, গোলাগুলি৷ অথচ রিপোর্ট খতিয়ে দেখে মাত্র মাত্র ২টি বুথে পুর্নির্বাচনের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন৷ ভোট হবে শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ এবং দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ডে৷
যে সকল বুথে সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ, সেখানে পুনর্নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন রাজ্যপাল৷ জেলা শাসকদের রিপোর্টের উপর ভিত্তি করে মাত্র দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন৷ রাজ্য নির্বাচন কমিশনের হাতে আসা তথ্য অনুযায়ী গতকাল মোট ২৪টি ইভিএম ভাঙা হয়েছে৷ কিন্তু সেই সকল বুথের কোথাও পুর্নির্বাচন হচ্ছে না৷ জেলা শাসকদের পাঠানো প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশনের দাবি, ইভিএম ভাঙলেও তথ্য বিলোপ হয়নি৷
উল্লেখ্য, গোটা রাজ্যজুড়ে ২,২৭৬টি ওয়ার্ডে ১১ হাজার ১৮০টি বুথ ছিল৷ সেখান পুনর্নির্বাচন মাত্র ২টিতে৷ বিরোধীরা সন্ত্রাসের দাবি করলেও জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে কমিশনের দাবি, ভোট শান্তিপূর্ণ৷ এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো দুটি বুথেই ভোট করার কথা লিখে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনকে৷ সে কারণেই এই সিদ্ধান্ত৷ শান্তিপূর্ণ যখন নির্বাচন হয়েছে, তখন দুটি বুথেই বা কেন ভোট করানো হচ্ছে? শান্তিপূর্ণ ছাপ্পা হয়েছে৷ দু’চারটে জায়গায় ভোট হয়েছে৷ তাঁর কথায়, নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহ করার ক্ষমতাও নেই৷