একের পর এক দুর্নীতি, এবার অভিযোগ খোদ হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের চাকরির নিয়োগে দুর্নীতি। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এবার অভিযুক্ত খোদ হাইকোর্টের গ্রুপ ডি কর্মীই।

এই অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এজলাস থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। হাইকোর্টে চাকরি দেওয়ার নাম করে এক প্রার্থীর থেকে মোট দেড় লক্ষ টাকা চেয়েছিলেন স্বপন জানা নামে এক গ্রুপ ডি কর্মী। অভিযোগ, সেই টাকার মধ্যে ৭০ হাজার টাকা অনলাইনে নিয়েছিলেন স্বপন।

২০০৯ সালের পরীক্ষা দেওয়া দৃষ্টিহীন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওই চাকরি প্রার্থী টাকা দেওয়ার দীর্ঘদিন পরও কোনও কিছু না হওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতেই এদিন গ্রেফতার হলেন স্বপন জানা। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায় হাইকোর্ট চত্বরে।