চলছে নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি জোট প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেস সাংসদ যশবন্ত সিনহার নাম প্রস্তাব করবে বলে একাংশ দাবি করেছে। আগামীকাল নয়াদিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের ডাকে প্রস্তাবিত বৈঠকে এই নাম প্রস্তাব করা হতে পারে। এর আগে গত সপ্তাহে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হলেও তিনি তা ফিরিয়ে দেন।
এরপরে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও আজ মহাত্মা গান্ধীর পৌত্র রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিজেদের অনিচ্ছা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে গোপালকৃষ্ণ গান্ধী ভেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে গিয়েছিলেন।
এক বিবৃতিতে নিজের অনিচ্ছার কথা জানান রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তিনি বলেন, ‘আরও ভাল’ কাউকে প্রার্থী হিসেবে দাঁড় করানো উচিত। তিনি এই নির্বাচনে লড়তে চান না। তবে তাঁর নাম প্রস্তাব করায় কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। পাশাপাশি পরামর্শ দিয়ে বলেছেন, এমন কাউকে যেন প্রার্থী করা হয় যে ঐক্যমত স্থাপন করতে পারবে। এখন অনেকেই মনে করছেন যে, প্রাক্তন বিজেপি মন্ত্রী তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা যশবন্ত সিনহাই হবেন প্রস্তাবিত রাষ্ট্রপতি পদপ্রার্থী।
উল্লেখ্য, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন৷ রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮০৯ জন৷ তবে ভোটারদের ভোটের মূল্য ভিন্ন৷ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সদস্যদের ভোটের মূল্য ১০ লক্ষ ৮৬ হাজার ৪৩১৷ প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার জন্য এর অর্ধেকের চেয়ে বেশি ভোট প্রয়োজন৷ প্রসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ৫ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে৷