বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এখনও পর্যন্ত, জ্যোতিপ্রিয় ওরফে বালুর ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডির হাতে এসেছে। এছাড়াও জ্যোতিপ্রিয়র প্রচুর বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। এবার ইডির নজরে সেই অ্যাকাউন্ট হোল্ডাররা। বেনামি অ্যাকাউন্টগুলি যাদের নামে রয়েছে এবার একে একে তাদের তালিকা তৈরী করছে ইডি।
ওদিকে জানা যাচ্ছে ইডির টানা জেরায় বালু জানিয়েছে তিনি কোনও কিছুই জানেন না। সবটাই তার আপ্তসহায়ক জানেন। সেই সূত্রেই এবার মল্লিকবাবুর আপ্ত সহায়ক শান্তনু ভট্টাচাৰ্য ও কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ দে -কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চায় ইডি।