শিলিগুড়িতে একের পর এক এসির তামার তার কেটে নিয়ে যাওয়ার ঘটনায় নাজেহাল শহরবাসী। প্রায় প্রতিদিনই এসির তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগ আসতে থাকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায়। ঘটনায় একজনকে গ্রেফতার করতে না করতেই আরেকটি অভিযোগ চলে আসে। এবার শিলিগুড়ির সুভাষপল্লী বিদ্যুৎ বিভাগের কাস্টমার কেয়ার সেন্টারে চুরির ঘটনা ঘটে।
অভিযোগ গত ১৩ই সেপ্টেম্বর প্রচুর তামার তার চুরি যায় সুভাষপল্লী বিদ্যুৎ বিভাগের কাস্টমার কেয়ার সেন্টার থেকে। মুলত এয়ারকন্ডিশনারের তামার তার কেটে নিয়ে পালিয়ে ছিল চোর। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইঙ্গের পুলিশ। অবশেষে মেলে সাফল্য। এই ঘটনায় সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর তদন্তকারী অফিসারেরা। ধৃত সঞ্জীব দাস ওরফে ডোগার বাড়ি শিলিগুড়ির চিত্তরঞ্জন কলোনি এলাকায়। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ। এই ঘটনায় আরও কারা যুক্ত তার তদন্তে পুলিশ।