রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে ধৃত হুগলির ব্যবসায়ী অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের ১ কোটি টাকার সম্পত্তির হদিস পেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
দিন কয়েক আগে দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে তলব করেছিল ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারী অফিসাররা। কী করে এত কম বয়সে তিনি এত সম্পত্তির মালিক হলেন ইমনকে সেই ব্যখ্যা দিতে বলেছেন গোয়েন্দারা। ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের উপরেও নজর রাখছে ইডি। তিনি নগর উন্নয়ন দফতরের পদস্থ কর্তা ছিলেন৷
তদন্তকারীরা মনে করছেন নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের কালো টাকা সাদা করা হয়েছে অভিষেক ও তাঁর বান্ধবী ইমনের বিভিন্ন সংস্থার মাধ্যমে৷।গত ১৯ মার্চ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়নকে গ্রেফতার করে ইডি৷ সেই সূত্র ধরেই উঠে আসে অয়নের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক, ছেলের বান্ধবী ইমন ও কামারহাটি পুরসভার কর্মী শ্বেতা চক্রবর্তীর নাম৷