ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ ভোর হলেই কুয়াশায় ঢাকা পড়ছে শহর৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে তাপমাত্রা নেমেছে৷ কলকাতায় তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি৷ জাঁকিয়ে শীত না পড়লেও, বাংলা জুড়ে বেশ শীত শীত আমেজ৷
বদলাচ্ছে আবহাওয়া, চারিদিকে শীত শীত ভাব ৷ এরই মাঝে আবার নিম্নচাপের ভ্রুকুটি৷ ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে৷ আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার স্তরে এর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে আইএমডি৷ এর জেরে বুধবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হবে৷ ১৬ নভেম্বর থেকে টানা পাঁচদিন সেখানে বৃষ্টি হবে৷
মৌসম ভবন আরও জানাচ্ছে, নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে৷ মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে৷ ১৬ ও ১৭ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে তাঁদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷ সেই সঙ্গে ২০ এবং ২১ নভেম্বর তামিলনাড়ু-পুদুচেরি অঞ্চলে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷