আবার একবার শীতের মাঝে বর্ষার মরশুম পেতে চলেছে রাজ্য

চলতি বছর বৃষ্টি যেন পিছু ছাড়ছেনা রাজ্যের৷ ডিসেম্বরেও বৃষ্টির ভ্রুকুটি৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হলেও ভিজেছে দক্ষিণের জেলাগুলি৷ অকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে মরসুমি চাষের৷ পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় একাবারে বেসামাল শীত৷ ঝঞ্ঝার দাপটেই নেমেছে বৃষ্টি৷ কিন্তু এক ঝঞ্ঝা কাটতে না কাটতেই উপস্থিত আরও এক ঝঞ্ঝা৷ জোড়া ঝঞ্ঝায় কুপোকাত শীত৷ হাওয়া অফিস জানাচ্ছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে ঠান্ডা পরার কোনও সম্ভাবনাই নেই৷ 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ১৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা৷ জেলাগুলিতে পারদ নামতে পারে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে৷ এর পর ফের চড়বে পারদ৷ এমনকী ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর, মধ্য ভারতে বৃষ্টি হতে পারে। যার প্রভাবে ফের বাধা পাবে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া। যা তাল কাটবে শীতের। 

আজ বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে৷ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে৷ শুক্রবার থেকে জেলাগুলোর আকাশ পরিষ্কার হতে শুরু করবে৷ বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম মেদনীপুরের সকাল থেকে আকাশের মুখ কুয়াশায় ঢাকা থাকবে৷ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে৷ শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বর্ষশেষে তাপমাত্রা বিশেষ কমার কোনও সম্ভাবনা নেই৷ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তারমাত্রা থাকতে পারে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস৷  সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। 

Leave a Reply