গ্রেফতার হওয়া নেতা অনুব্রত মণ্ডলের সমর্থনে যেমন তিনি বিজেপিকে একহাত নেন, তেমনই বিজেপি সরকারের বিদেশ নীতি নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাকেই বাদ দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি।
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতেই ভারতে সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ভাষণও দিয়েছেন।
প্রথমে জানা গিয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি হয়তো দেখা করতে পারেন। কিন্তু তেমনটা হয়নি। আর এই জায়গাতেই অভিযোগ করেছেন মমতা। তাঁর দাবি, ভারত সফরে নয়াদিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ বাংলাকে তাঁর সঙ্গে সাক্ষাতে বঞ্চিত করা হয়েছে।
এছাড়াও মমতা এদিন অনুব্রত মণ্ডল ইস্যুতে তুলোধোনা করেন বিজেপিকে। বলেন, কেষ্টকে জেলবন্দি রেখে ভেবেছে দুটো লোকসভা আসন দখল করবে। ভাবছে তৃণমূলের কয়েক জন নেতাকে গ্রেফতার করলে কর্মীরা ভয় পেয়ে যাবে। কিন্তু তা হবে না।
মমতার আরও অভিযোগ, প্রতি ভোটে কেষ্টকে নজরবন্দি করে দেওয়া হয়। বিজেপি সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দেশের বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে। সরকার কিছু করে না। এছাড়া তিনি সরাসরি নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।