লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আবারও বড় ভাঙন তৃণমূলে। কুলতলির আড়াই হাজার তৃণমূল কর্মী যোগ দিলেন সিপিএমে। এর মধ্যে রয়েছেন তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। কান্তি গাঙ্গুলী দলীয় পতাকা তুলে দেন এই আড়াই হাজার প্রাক্তন তৃণমূল কর্মীদের হাতে।
কুলতলী ব্লকের চুপড়িঝাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সভাপতি রবিউল হক মোল্লা তৃণমূল ত্যাগ করে যোগ দিয়েছেন বাম শিবিরে। দলত্যাগ করার পর তিনি তোপ দেগেছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তার বক্তব্য, “তৃণমূলের নেতা- মন্ত্রী সবাই চোর। সেই পার্টিতে থেকে কখনো মানুষের জন্য কাজ করা সম্ভব নয়।”
কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু প্রধান পাল্টা বলেছেন, “রবিউলকে অনেকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে।” পঞ্চায়েত ভোটের আগে এই ভাঙনকে ঘিরে শুরু হয়েছে বিস্তর আলোচনা পর্যালোচনা।